TOP TEN FOR SECONDARY

MD. Kamal Hossain

প্রভাষক, ইংরেজি বিভাগ সরকারি শামসুর রহমান কলেজ গোসাইরহাট, শরীয়তপুর

লেখকের কথাঃ

আল্লাহ পাকের অশেষ রহমত, বাবা-মায়ের দোয়া, সহকর্মী ও ছাত্র-ছাত্রীদের অনুপ্রেরণায় মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের জন্য Grammar Link Top Ten বইটি চতুর্থ বারের মত প্রকাশ করতে সক্ষম হয়েছি। শিক্ষার্থীরা যাতে Basic Grammar খুব সহজে আয়ত্ব করতে পারে সে দিক বিবেচনা করেই বইটি রচিত হয়েছে। আমাদের দেশের ছেলেমেয়েদের ইংরেজিতে অকৃতকার্য হওয়ার মূল কারণ হচ্ছে Basic Grammar-এ দুর্বল থাকা। Basic Grammar-এ ভালো দখল থাকলে কোনো শিক্ষার্থী ইংরেজিতে ফেল করবে না এটা নিশ্চিন্তে বলা যায় তাই কোনো শিক্ষার্থী যে ক্লাসেই পড়ক না কেন তার প্রথমেই প্রয়োজন Basic Grammar-এ দক্ষতা অর্জন করা। প্রতিটি Grammar Item এর Rules এবং Exercise অন্তর্ভুক্ত করা হয়েছে এবং কিছু ভিডিও ক্লাস দেওয়া হয়েছে। Basic Grammar ছাড়াও বইটিতে রয়েছে Free Writing এর জন্য পর্যাপ্ত Translation. বাংলা ও ইংরেজি কবিতা ভালোভাবে বুঝার জন্য গুরুত্বপূর্ণ Literary Terms দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা যাতে ইংরেজিতে কথা বলতে পারে সেজন্য Spoken English, IPA Symbols এবং সাধারণ জ্ঞানের জন্য Famous Books & Authors, Abbreviations, Correct Spelling, Important Quotations দেওয়া হয়েছে। নতুন শিক্ষাক্রমে Spoken English এবং Free Writing এর উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এই বিষয়টি বিবেচনায় নিয়ে বইটি রচিত হয়েছে। আমি বিশ্বাস করি বিইটি ছাত্র-ছাত্রীদের অবশ্যই ভালো লাগবে । পরিশেষে সকলের সহয়োগিতা কামনা করছি।

Read at a glance

Narration

Transformation