
© Copyright 2024. Powered by khaleditsolution
প্রভাষক, ইংরেজি বিভাগ, সরকারি শামসুর রহমান কলেজ গোসাইরহাট, শরীয়তপুর
আমাদের দেশে ‘ইংরেজি বিষয়’ শিক্ষা পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্দেশ্য হচ্ছে যাতে আমরা ইংরেজিতে কথা বলতে পারি। কিন্তু বাস্তবে কি দেখছি। আমরা দেখছি প্রথম শ্রেণি থেকে অনার্স ২য় বর্ষ পর্যন্ত ইংরেজি বিষয়ে পাস করেও আমরা ইংরেজি বলতে পারি না। এর কারণ হিসেবে আমি মনে করি পরীক্ষায় English Speaking -এর উপর কোনো Test না থাকা। ফলে শিক্ষার্থীরা ইংরেজি বলার চর্চা করে না। তাই ইংরেজি বলার দক্ষতা অর্জন করার জন্য আমার এই ক্ষুদ্র প্রয়াস। যারা IELTS করতে চান, তারা পূর্ব প্রস্তুতি হিসেবে বইটি পড়তে পারেন।
© Copyright 2024. Powered by khaleditsolution