
ইংরেজি একটি গ্লোবাল ল্যাংঙ্গুয়েজ এবং বিশ্বের প্রায় ১.৫ বিলিয়ন মানুষ ইংরেজি ভাষায় কথা বলে। শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে কর্মক্ষেত্র, ব্যক্তিগত জীবনে ইংরেজি ভাষার ব্যবহার ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। ইংরেজি ভাষার আছে সমৃদ্ধ ভোকাবুলারি এবং অনুভূতি ব্যক্ত করার জন্য বিভিন্ন এক্সপ্রেশন!
তবে ইংরেজিতে কথা বলতে গেলে আমরা সবচেয়ে বেশি বিপাকে পড়ি যে বিষয়টি নিয়ে তা হলো– গ্রামার। এতোসব নিয়মের জন্য কথা বলার সময় বেশ ঝামেলাই পোহাতে হয় অনেককে। ইংরেজি গ্রামারের এমন অনেক টপিক আছে যেগুলো নিয়ে আমরা সচরাচর ভুল করে থাকি। আজকের এই ব্লগে আমরা এমনই কিছু Common English Mistakes নিয়ে আলোচনা করবো। চলুন শুরু করা যাক!
Common English Grammar Mistake – Subject-Verb Agreement
প্রথমেই জেনে নেওয়া যাক Subject-Verb Agreement সম্পর্কে।
What is Subject-Verb Agreement?
আমরা জানি কোনো একটি ইংরেজি বাক্যে কয়েকটি অংশ থাকে।
- Subject
- Verb
- Object/Rest of the sentence
Subject-verb agreement ইংরেজি গ্রামারের একটি ফান্ডামেন্টাল নিয়ম। একটি sentence-এ নির্দিষ্ট subject-এর সাথে নির্দিষ্ট কিছু verb বা verb-এর form ব্যবহার করার নিয়মকে subject-verb agreement বলে। সহজ ভাষায়, একটি বাক্যের Subject ও Verb এর মধ্যে মিল থাকতে হবে।
যেমন:
- We go to play football
- He goes to learn Piano.
বাক্য দুটিতে খেয়াল করলে দেখবেন Subject (We/He) এর উপর নির্ভর করে Verb (go/goes) এর পরিবর্তন হয়েছে।
খুব সহজ মনে হচ্ছে তাইনা? চলুন দেখে নেই Subject-verb agreement এর কিছু ভুল আছে যেগুলো আমরা প্রায়ই করে থাকি।