MD. Kamal Hossain

প্রভাষক, ইংরেজি বিভাগ, সরকারি শামসুর রহমান কলেজ গোসাইরহাট, শরীয়তপুর

লেখকের কথাঃ

আল্লাহর রহমত , বাবা মায়ের দোয়া, সহকর্মী ও ছাত্র-ছাত্রীদের অনুপ্রেরণায় ২০২৪  সালের এইচ, এস, সি পরীক্ষার্থীদের জন্য Grammat Link Top Ten Suggestion বইটি ৬ষ্ঠ বারের মত প্রকাশ করতে সক্ষম হয়েছি। বইটি Short Syllabus এর আলোকে প্রস্তুত করা হয়েছে। বইটিতে Suggestion ছাড়াও Basic Grammar অন্তর্ভুক্ত করা হয়েছে। আমার মূল উদ্দেশ্য হচ্ছে ভালো ফলাফল করার পাশাপাশি Basic Grammar-এ দক্ষতা অর্জন করা। বইটিতে ইংরেজি ১ম প্ত্রের প্রশ্নের উত্তম সাথে সাথে দেওয়া হয়েছে। বইটিতে ১৩টি গুরুত্বপূর্ণ Passage, পর্যাপ্ত Re-arrangement গল্পসহ, Fill in the Gaps -এর চমৎকার   নিয়ম, Completing Story এবং Graph/Chart সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে যা দুর্বল ছাত্র-ছাত্রীরা খুব সহলেই বুঝে পড়তে পারবে। ২য় পত্রে প্রতিটি Item এর Grammar Rules এবং Exercise অন্তর্ভুক্ত করা হয়েছে। Latest Application ও Paragraph দেওয়া হয়েছে। ২০১৭, ২০১৮, ২০১৯ ও ২০২৩ সালের Board Question Solution দেওয়া হয়েছে। আমি বিশ্বাস করি বইটি ছাত্র-ছাত্রীদের অবশ্যই ভালো লাগবে। পরিশেষে সকলের সহযোগিতা কামনা করছি।

Read at a glance

Preposition

Right Form of Verbs