MD. Kamal Hossain

প্রভাষক, ইংরেজি বিভাগ সরকারি শামসুর রহমান কলেজ গোসাইরহাট, শরীয়তপুর

লেখকের কথাঃ

আল্লাহ পাকের অশেষ রহমত, বাবা-মায়ের দোয়া, সহকর্মী ও ছাত্র-ছাত্রীদের অনুপ্রেরণায় স্নাতক  (সম্মান) পর্যায়ে দ্বিতীয় বারের মত Grammar Link Top Ten বইটি প্রকাশ করতে সক্ষম হয়েছি। শিক্ষার্থীরা যাতে বইটি খুব সহজে বুঝতে পারে সে দিক বিবেচনা করে বইটি রচিত হয়েছে। বইটিতে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সাত কলেজের প্রশ্নের Solution বঙ্গানুবাদসহ দেওয়া হয়েছে। প্রত্যেকটি Grammar item এর পরে গুরুত্বপূর্ণ Suggestion দেওয়া হয়েছে। সিলেবাস ছাড়াও বইটিতে Basic Grammar অর্ন্তভুক্ত করা হয়েছে। আমাদের দেশের ছেলেমেয়েদের ইংরেজিতে ফেল করার মূল কারণ হচ্ছে Basic  Grammar এ দূর্বল থাকা। Basic Grammar এ ভালো দখল থাকলে কোন শিক্ষার্থী  ইংরেজিতে ফেল করবে না এটা নিশ্চিন্তে বলা যায়। তাই কোনো শিক্ষার্থী যে ক্লাসেই পড়ুক না কেন তার প্রথমেই প্রয়োজন Basic Grammar এ দক্ষতা অর্জন করা। তাই বইটি দেখুন, পড়ুন এবং সফলতা অর্জন করুন।

Read at a glance