Alhamdulillah! অনলাইন পাঠকদের জন্য আমার বইয়ের pdf grammar এখন পাওয়া যাবে www.grammarlinkbd.com এ। বই ভালো লাগলে ক্রয়ের জন্য অর্ডার করতে পারবে।

বই সম্পর্কে কিছু কথা:

ইংরেজি গ্রামার বই লেখার ক্ষেত্রে আমার মূল উদ্দেশ্য হচ্ছে যাতে শিক্ষার্থীরা basic grammar এর উপর ভালো দক্ষতা অর্জন করতে পারে। আমি বিশ্বাস করি কোনো শিক্ষার্থীর যদি basic grammar এর উপর ভালো দখল থাকে, তাহলে সে কখনোই ইংরেজিতে ফেল করবে না। আমি গ্রামারের বিভিন্ন topic এর উপর খুব বেশি Rules না দিয়ে important rules দিয়েছি। এর কারণ হলো এখন শিক্ষার্থীরা বই পড়তে চায় না। আর বই না পড়লেও চলবে না। তাই, অন্ততপক্ষে কিছু নিয়ম পড়ুক। Sample হিসেবে grammar rules pdf আকারে দিয়েছি। ভালো লাগলে, উপকৃত হবে মনে করলে, বইটি অর্ডার করে সংগ্রহ করতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *