ঘরে বসে স্পোকেন ইংলিশে ভালো করার স্টেপ বাই স্টেপ গাইডলাইন

ছোটবেলা থেকেই গ্রামে বড় হয়েছে মিনা, গ্রামের স্কুলে ওর পড়াশোনা। মিনা ওর ক্লাসের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে একজন, পড়াশোনায় বেশ আগ্রহ ওর। স্কুলের প্রতিটি পরীক্ষায় বেশ ভালো নাম্বারও পায়। তবে একটি বড় সমস্যা হচ্ছে – স্পোকেন ইংলিশ। ইংরেজি বুঝতে বা লিখতে মিনার কোনো সমস্যা নেই, বরং ভালো লেখার জন্য ও বেশ পরিচিত। আসল বিপত্তি ইংরেজিতে কথা বলায়। 

মিনার স্বপ্ন সে বড় হয়ে বিদেশে পড়াশোনা করবে। কিন্তু সে বুঝতে পারে যে ভালো ইংরেজি না জানলে, তার স্বপ্ন পূরণ করা কঠিন হবে। তাই মিনা ঠিক করে যে ঘরে বসেই সে ইংরেজিতে ভালো করবে।

কিন্তু কীভাবে ইংরেজি শিখবো? এর জন্য প্রয়োজন একটি সঠিক স্টেপ বাই স্টেপ গাইডলাইন। তাই মিনার মতো আপনিও যদি স্পোকেন ইংলিশে ভালো হতে চান তাহলে আপনার জন্যই এই গাইডলাইন।

১। স্পোকেন ইংলিশে ভালো করার জন্য গোল সেট করা

স্পোকেন ইংলিশ নিয়ে চিন্তায় ভোগা বেশির ভাগ মানুষের প্রথম প্রশ্ন – “কীভাবে স্পোকেন ইংলিশ শেখা শুরু করবো?” শুধু স্পোকেন ইংলিশই না, একদম শূন্য থেকে যেকোনো কিছু শেখা শুরু করার জন্য প্রথমেই একটা নির্দিষ্ট লক্ষ্য স্থির করতে হবে। 

স্পোকেন ইংলিশে ভালো করার প্রথম ধাপ হচ্ছে প্রতিদিনের ছোট ছোট গোল সেট করে ইংরেজি শেখা। ইংরেজি শেখার জন্য প্রতিদিন একটি গোল সেট করা খুবই কার্যকর একটি উপায়। প্রতিদিন একটি নির্দিষ্ট লক্ষ্য স্থির করে, দিন শেষে তা পূরণ করার মাধ্যমে ইংরেজি শেখা অনেকটাই সহজ। 

তবে গোল সেট করার সময় অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে। তা হলো – এমন কোনো গোল সেট করা যাবে না, যা পূরণ করা আপনার দ্বারা কখনোই সম্ভব না। যেমন- ধরুন, আপনি গোল সেট করলেন প্রতিদিন ১০০ টি নতুন ইংরেজি শব্দ শিখবেন। কিন্তু বাস্তব জীবনে আপনার পড়াশোনা, চাকরি, কিংবা অন্যান্য কাজ থেকে সময় বের করে কোনো ভাবেই এই লক্ষ্য পূরণ করা সম্ভব না। তবে আপনি যদি গোল সেট করেন প্রতিদিন ১০ টি ইংরেজি শব্দ শিখবেন, সেটা কিন্তু খুব সহজেই পূরণ করা সম্ভব। এভাবেই বাস্তব জীবেনর কথা মাথায় রেখে গোল সেট করতে হবে। 

স্পোকেন ইংলিশে ভালো করার জন্য গোল সেট করা

 চিত্রঃ গোল সেট করা

কিন্তু এখন প্রশ্ন হলো গোল সেট করবো কীভাবে? স্পোকেন ইংলিশে ভালো করতে চাইলে আপনিও নিচের ছকের মতো করে প্রতিদিনের গোল সেট করতে পারেন –

প্রথম সপ্তাহ
১ম দিন১০টি নতুন শব্দ শিখবো, আর সেই শব্দগুলো দিয়ে বাক্য গঠন করতে শিখবো। 
২য় দিনপ্রতিদিনের কথোপকথনে ব্যবহার করা হয় এমন ১০টি English Phrase শিখবো। 
৩য় দিনকীভাবে ইংরেজিতে Daily Routine সম্পর্কে বলতে হয় তা শিখবো।
৪র্থ দিনকীভাবে ইংরেজিতে নতুন কারো সাথে পরিচিত হবেন?
৫ম দিনকীভাবে ইংরেজিতে নিজেকে Introduce করতে হয় তা শিখবো।
৬ষ্ঠ দিন২ বন্ধু মিলে কীভাবে ইংরেজিতে কথা বলতে হয় তা শিখবো।
৭ম দিনসপ্তাহের রিভিউ: এই সপ্তাহে শেখা সব কিছু এক নজরে দেখে প্র্যাক্টিস করবো। 
দ্বিতীয় সপ্তাহ
১ম দিন১০টি নতুন শব্দ শিখবো, আর সেই শব্দগুলো দিয়ে বাক্য গঠন করতে শিখবো। 
২য় দিনপ্রতিদিনের কথোপকথনে ব্যবহার করা হয় এমন ১০টি English Phrase শিখবো। 
৩য় দিনইংরেজিতে প্রশ্ন করতে শিখবো।
৪র্থ দিনকীভাবে ইংরেজিতে ফোনে কথা বলতে হয় তা শিখবো।
৫ম দিনকীভাবে ইংরেজিতে নিজের শখ নিয়ে কথা বলতে হয় তা শিখবো।
৬ষ্ঠ দিনকীভাবে পছন্দের মুভি নিয়ে ইংরেজিতে কথা বলতে হয় তা শিখবো।
৭ম দিনসপ্তাহের রিভিউ: এই সপ্তাহে শেখা সব কিছু এক নজরে দেখে প্র্যাক্টিস করবো। 
তৃতীয় সপ্তাহ
১ম দিন১০টি নতুন শব্দ শিখবো, আর সেই শব্দগুলো দিয়ে বাক্য গঠন করতে শিখবো। 
২য় দিনপ্রতিদিনের কথোপকথনে ব্যবহার করা হয় এমন ১০টি English Phrase শিখবো। 
৩য় দিনইংরেজিতে নিজের ছুটি নিয়ে বর্ণনা করতে শিখবো।
৪র্থ দিনকীভাবে ইংরেজিতে একজন মানুষের বর্ণনা করতে হয় তা শিখবো।
৫ম দিনকীভাবে ইংরেজিতে নিজের গ্রামের বাড়ির বর্ণনা করতে হয় তা শিখবো।
৬ষ্ঠ দিনপ্রিয় খাবারের রেসিপি ইংরেজিতে বর্ণনা করা শিখবো।
৭ম দিনসপ্তাহের রিভিউ: এই সপ্তাহে শেখা সব কিছু এক নজরে দেখে প্র্যাক্টিস করবো। 

হুবহু উপরের এই ছকগুলোর মতো করেই যে গোল সেট করতে হবে এমন কোনো কথা নেই। আপনার স্পোকেন ইংলিশ দক্ষতা বাড়াতে এই ছকগুলো থেকে অনুপ্রেরণা নিয়ে আপনি নিজের মতো করে প্রতিদিনের গোল সেট করতে পারেন। তবে শুধু গোল সেট করলেই হবে না, প্রতিদিন এই গোল পূরণ করার চেষ্টাও করতে হবে। এভাবেই ধীরে ধীরে নির্ধারিত লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করার মাধ্যমে আপনিও একদিন কোনো রকম জড়তা ছাড়াই ইংরেজিতে সাবলীলভাবে কথা বলতে পারবেন।

২। স্পোকেন ইংলিশে ভোকাবুলারি বাড়ানো 

সাবলীলভাবে ইংরেজি বলার জন্য ভোকাবুলারি বৃদ্ধি করার কোনো বিকল্প নেই। কারণ, স্পোকেন ইংলিশের মূল ভিত্তিই হচ্ছে ভোকাবুলারি। ভোকাবুলারি বৃদ্ধি করার মাধ্যমে আপনি স্পোকেন ইংলিশে নিজেকে আরো এক ধাপ এগিয়ে রাখতে পারবেন। তাই এবার জানাবো ভোকাবুলারি বৃদ্ধি করার ১০টি সেরা কৌশল – 

প্রতিদিন নতুন শব্দ শেখা

প্রতিদিন কিছু সময় বের করে নতুন নতুন শব্দ শেখার চেষ্টা করুন। প্রয়োজনে নতুন ইংরেজি শব্দ খাতায় নোট করে রাখুন, আর একটু সময় পেলেই খাতায় একবার চোখ বুলিয়ে নিন। শুধু নতুন ইংরেজি শব্দ শিখলেই হবে না, সেগুলোকে দৈনন্দিন জীবনে কাজেও লাগাতে হবে। নতুন শব্দ শেখার ফলে আপনি ইংরেজিতে কথা বলার সময় গতানুগতিকভাবে ব্যবহৃত হওয়া ইংরজি শব্দের বাইরে, অন্যদের চেয়ে আলাদা শব্দ ব্যবহার করতে পারবেন। এতে করে একদিকে আপনার ভোকাবুলারি সমৃদ্ধ হবে, অন্যদিকে ইংরেজিতে কথা বলার আত্মবিশ্বাসও দ্বিগুণ হয়ে যাবে। 

যেমন- ধরুন, আজকে বাইরে বৃষ্টি হচ্ছে। এটাকে আপনি ইংরেজিতে কী বলবেন? It’s raining? এটা তো খুবই সাধারণ একটা বাক্য, চলুন আমরা নতুন কিছু শব্দ ব্যবহার করে নতুনভাবে বৃষ্টি নিয়ে কথা বলা শিখি!

যদি বাইরে হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়, তাহলে আপনি বলতে পারেন – It’s drizzling.

আর যদি মুষলধারে বৃষ্টি হয়, তাহলে বলতে পারেন – It’s pouring. অথবা It’s bucketing down.

ডিকশনারির সঠিক ব্যবহার

নতুন শব্দ শেখার একটি সহজ উপায় হচ্ছে ডিকশনারি ব্যবহার করা। ডিকশনারির সঠিক ব্যবহার আপনার শব্দভাণ্ডারকে সমৃদ্ধ করতে পারে। মনে করুন, আপনি ইংলিশ সিরিজ দেখতে দেখতে একটা নতুন ইংরেজি শব্দ শুনলেন। কিন্তু এই শব্দটির অর্থ আপনার জানা নেই। এখন কি হাতের কাছের মোটা ডিকশনারিটি থেকে শব্দটি খুঁজে বের করবেন? 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *